এন্ড্রয়েড ফোনের বস হতে চইলে এই কোড গুলোআপনার মা্থায় থাকতে হবে-All android Shortcut Code - Rangpur Digital IT Point-Mobile Computer And Programming Website

Breaking

আমাদের এই সাইট টি মূলত সাজানো হয়েছে কম্পিউটার, টেকনোলজি, প্রগ্রামিং এবং মোবাইল সার্ভিসিং বিষয়ক টিউটরিয়াল, ট্রিক্স, টিপস নিয়ে। আমরা নিজেরা যা জানি তা আপনাদের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে থাকি, যদি আমাদের সাইট টি সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবেন, ধন্যবাদ। আমাদের ঠিকানা: রংপুর ডিজিটাল আইটি পয়েন্ট, রংপুর

Thursday, March 30, 2017

এন্ড্রয়েড ফোনের বস হতে চইলে এই কোড গুলোআপনার মা্থায় থাকতে হবে-All android Shortcut Code



আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন আজ আমি আপনাদেরকে Android এর কয়েকটি সিক্রেট কোড শেয়ার করব যে কোড গুলো জানলে আপনি অন্যর থেকে অনেক এগিয়ে থাকবেন
  
All android Shortcut Code

তো চলুন দেখি সে সিক্রেট কোড গুলো:



১। *#06#
এই কোডের মধ্যমে আপনি আপনার ফোনের IMEI Number জানতে পারবেন
২। *#0*#
এই কোডের মধ্যমে আপনি আপনার মোবাইলটা অরিনাল কি না, সেটা চেক করতে পারবেন। (Samsung ফোনের জন্য, অন্য ফোনে কাজ নাও করতে পারে)
 ৩। *#34971539#
এই কোডের মধ্যমে আপনি আপনার ফোনের ক্যামেরার ইনফর্মেশন জানতে পারবেন
 ৪। *#12580*369#
এই কোডের মধ্যমে আপনি আপনার মোবাইল এর Software & Hardware এর ইনফর্মেশন সম্পর্কে জানতে পারবেন
৫। *#9090#
এই কোডের মধ্যমে আপনি ফোন এর Diagnostic Configuration সম্পর্কে জানতে পারবেন
৬। *#1111#
এই কোডের মধ্যমে আপনি ফোন এর FTA Software version সম্পর্কে জানতে পারবেন
৭। *#9900#
এই কোডের মধ্যমে আপনি আপনার ফোন এর System dump mode সম্পর্কে জানতে পারবেন
৮। *#0228#
এই কোডের মধ্যমে আপনি আপনার Battery Status সম্পর্কে জানতে পারবেন
৯। *#0808#
এই কোডের মধ্যমে আপনি USB Settings সম্পর্কে জানতে পারবেন
১০। *#2663#
এই কোডের মধ্যমে আপনি আপনার ফোন এর Firmware version সম্পর্কে জানতে পারবেন
আজ এই পর্যন্ত থাক পরে বাকি সব গুলো নিয়ে হাজির হব ধন্যবাদ সবইকে।