Microsoft Access 2007 Table Create Bangla Tutorial
Microsoft Access Bangla Tutorial Part-2 |
আমার প্রথম Tutorial টি দেখার ইচ্ছা থাকলে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা আমি যদিও এই সাইট টি Mobile Servicing ও Technology এর উপর ভিত্তি করে তৈরি করেছি তার পরেও আমার জানা কিছু Programming knowladge আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি Computer Programming সেকশন এই সাইটে নতুন ভাবে যুক্ত করেছি। আশা করি সকলেই আমার সাথে থাকবেন।
How to creat a table in Microsoft Access 2007
আজ আমরা Microsoft Access এ টেবিল তৈরি করা শিখব। তো চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক।প্রথমে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করা Microsoft access টি ওপেন করব। এবং নিচের মত করে Employee নামের একটি Database Create করব।
![]() |
Database create |
![]() |
Microsoft access save table |
এখন আমরা টেবিল এ কি কি ফিল্ড এর ব্যবহার করব তা নিচের চিত্রের মত করে নিজেদের মত সাজিয়ে নিবো এবং বাম পাশের উপরে সেভ অপশন থেকে সেভ করব
![]() |
Microsoft access Field Create |
এবং নিচের মত করে ভিউ করে দেখব ঠিক ঠাক ভাবে আমাদের টেবিল তৈরি হয়েছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের টেবিল টি এরখম দেখাবে।
![]() |
Microsoft access table view |
এখন আপনারা আপনাদের পছন্দ মত টেবিলের ফিল্ড গুলো পুরন করুন। ব্যাস আমাদের Microsoft access এ ডাটাবেজ তৈরি ও টেবিল তৈরির কাজ শেষ। পরবর্তিতে আপনাদের সামনে Microsoft Access সম্পর্কে একটি পুর্ণাংঙ Program Design করা পর্যাক্রমে দেখিয়ে যাব ইনশাআল্লাহ আজ পর্যন্তই। আগামীতে আমরা Query, Form Design সম্পর্কে জানব। ধন্যবাদ সবাইকে। এবং পরবর্তি টিউটরিয়াল পর্যন্ত আমাদের সংগেই থাকুন।
আমাদের এই পেজ শুধুমাত্র প্রগ্রাম ভিত্তিক নয় বরং আমরা মোবাইল টেকনিশিয়ান ভাইদের জন্যেও বিভিন্ন টিউটরিয়াল দিয়ে ভরপুর আমাদের এই ওয়েব সাইটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকল পাঠকদের।