How to enable development option in any android or smart phone - Rangpur Digital IT Point-Mobile Computer And Programming Website

Breaking

আমাদের এই সাইট টি মূলত সাজানো হয়েছে কম্পিউটার, টেকনোলজি, প্রগ্রামিং এবং মোবাইল সার্ভিসিং বিষয়ক টিউটরিয়াল, ট্রিক্স, টিপস নিয়ে। আমরা নিজেরা যা জানি তা আপনাদের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে থাকি, যদি আমাদের সাইট টি সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবেন, ধন্যবাদ। আমাদের ঠিকানা: রংপুর ডিজিটাল আইটি পয়েন্ট, রংপুর

Sunday, March 19, 2017

How to enable development option in any android or smart phone

Android Device – এর Developer Option একটি Unique Feature . Option টি দিয়ে Device – এর Usb Dubbing Enable করে Pc- এর সাথে Connect করা হয় । তাছাড়া Phone Slow, Fast , Animation Scale , Show Touches Option আনা যায় ,এছাড়াও আছে অনেক Important Feature । But সব Android Device-এ Developer Option দেওয়া হয় না । Feature-টি থাকে Hidden। বিশেষ করে Samsung Device-এ ।

How to enable development option in any android or smart phone
Samsung Galaxy J2 And Galaxy S Dous 2 তে আনার নিয়ম টা এখানে তুলে ধরেছি
Trick – টি Live Screenshot সহ Follow করেন Developer Option-টি না থাকলে এসে যাবে ।
Step 1: First Settings থেকে About Device-এ যান ।
How to enable development option in any android or smart phone
Step 2: Build Number – এ 6-7 বার Click করতে থাকেন ।
How to enable development option in any android or smart phone
Step 3 . এভাবে করলে “You R being a Developer”- এই msg-টি Build Number Option-টির নিচে পাবেন ।
Step 4.”You R already a Developer”-এই msg- টি আসলে বুঝতে পারবেন যে আপনার Android Device-এ Developer Option-টি এসে গেছে ।Back – এ গিয়ে About Device-এর উপরে Develop Option-টি পাবেন ।
How to enable development option in any android or smart phone
এই Method-টি সবাই জানে না । আর ভাবে Symphony এর মত সস্তা Phone – এ Developer Option আছে But Samsung Device-এ নেই । এটা ভুল ধারণা Cz Feature-টি থাকে Hidden ।
এভাবে Feature-টি Hidden থেকে Visible করতে পারেন । আবার Hide করতে Device Factory Reset দিন ।
Android Device – এর যেকোন Tips And help পেতে Fb-তে msg করবেন । আমার Fb Link:-এখানে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই Comment -এ জানাবেন।