How to make any android mobile notification bar in like a Lollipop Version - Rangpur Digital IT Point-Mobile Computer And Programming Website

Breaking

আমাদের এই সাইট টি মূলত সাজানো হয়েছে কম্পিউটার, টেকনোলজি, প্রগ্রামিং এবং মোবাইল সার্ভিসিং বিষয়ক টিউটরিয়াল, ট্রিক্স, টিপস নিয়ে। আমরা নিজেরা যা জানি তা আপনাদের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে থাকি, যদি আমাদের সাইট টি সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবেন, ধন্যবাদ। আমাদের ঠিকানা: রংপুর ডিজিটাল আইটি পয়েন্ট, রংপুর

Sunday, March 19, 2017

How to make any android mobile notification bar in like a Lollipop Version



BD Technic এ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।দোয়া করবেন যাতে ভাল থাকি
আজকে আমার পোস্টের বিষয় হল কিভাবে আপনি আপনার jellybean অথবা যে কোন ভার্সনের Smart Phone কে ললিপপ এর মত নোটিফিকেশন চালু করবেন।সাথে নিয়ে এসেছি Head Sup Moded Hide Version apk এই এপ টা আপনি কোথাও পাবেন না গুগল এর কাছে চাইলেও দিবে না।কারন এটা কাস্টম রম থেকে নেওয়া।এই এপ টা install করলে আপনি আপনার Launcher এর মধ্যে এই এপ টাকে পাবেন না।সবাই বুজবে যে ললিপপ এর মত নোটিফিকেশন আপনার মোবাইলের Firmware অফিশিয়াল ভাবে দেওয়া আছে
নিচে স্কিন সট সহ দিলাম।কারো যদি কোন সমস্যা হয় তাইলে জানাতে পারেন।আমি চাই আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে।  
চলুন শরু করা যাক 

প্রথমে এখান থেকে এপ টা ডাউনলোড করে নিন

1.প্রথমে ডাউনলোড করে Install দিন ওপেন হবে না।
তখন আপনার ডিবাইস এর Settings>Accessibility তে যান।HeadsUp এর মধ্যে ডুকে এপ টা কে অন করে দিন।

How to make any android mobile notification bar in like a Lollipop Version



2.তারপর উপরে ডানদিকের কর্নার Settings যান।

How to make any android mobile notification bar in like a Lollipop Version


3.তারপর Notification ক্লিক করুন।

How to make any android mobile notification bar in like a Lollipop Version


4.Notification access চালু করে দিন।

How to make any android mobile notification bar in like a Lollipop Version
How to make any android mobile notification bar in like a Lollipop Version


এবার দেখুন চালু হয়েছে ললিপপ এর মত Incoming নোটিফিকেশন।
এই এপ এর মধ্যে আলাদা আরো টি থীম সেট করা হয়েছে।আপনার থীম চেইঞ্জ করতে Settings>Accessibility>Headsup ডুকে উপরে আবার Settings গিয়ে>ওইখান থেকে আপনি সব বুজবেন।
সবাইকে ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন