How to flash any android and china mobile phone
![]() |
Mobile Flash Tutorial-Rangpur Digital IT Point |
What is Mobile Flash? প্রথমেই জেনে নেই মোবাইল ফ্ল্যাশ কি?
মোবাইল flash কি এই বিষয়টি জানেনা এমন মানুষ বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহার কারী এমন কেউ আছে বলে আমার মনে হয়না।তার পরেও চলুন একটু আলোচনা করা যাক যে মোবাইল ফ্ল্যাশ কি?
আমরা যারা Technology বিষয় নিয়ে আগ্রহী তারা অবশ্যই Computer সম্পর্কে যানেন। একটি কম্পিউটার এ নানা বিধ সমস্যার সমাধান এর
সহজ পদ্ধতি হচ্ছে কম্পিউটার এ অপারেটিং সিস্টেম দেওয়া, যাকে আমরা বলি Windows দেওয়া, ঠিক তেমনি একটি Mobile নানা বিধ
সমস্যা হতে পারে, যেমন মোবাইল হ্যাং করা, চালু হওয়ার সময় লোগো এসে আটকে থাকা, মোবাইলে ব্যবহিত password ভুলে যাওয়া সহ বিভিন্ন সমস্যা,
এরুপ problem ফেস করলে আমাদেরকে মোবাইলের অপারেটিং সিস্টেমকে Update করতে হয় যাকে আমরা Mobile Flashing বলে থাকি।
Why make a mobile flash? কি কারনে মোবাইল ফ্ল্যাশ করতে হয়?
একটি মোবাইল বিভিন্ন কারনে flash করতে হয়, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ কিছু কারন হলো- অকারনে মোবাইল হ্যাং হয়ে যাওয়া, মোবাইলের কিছু অসাভাবিক আচরণ, মোবাইল চালু হবার সময় কোম্পানি Logo hang হয়ে যাওয়া, Mobile Dead হয়ে যাওয়া,(এই সমস্যাটা মোবাইল টেকনিশিয়ানরা সহযেই Find Out করতে পারে)
এধরনের সমস্যা হলে মোবাইল Flash করতে হয়।
মোবাইল Flash এর জন্য কোন কোন বিষয়ের উপর জ্ঞান থাকা আবশ্যক?
বন্ধুরা একটি Mobile Flash করতে হলে আপনাকে একটি মোবাইলের বেসিক কিছু হার্ডওয়ার ও Software সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক, এ সকল বিষয়ে আপনি যত এডভান্স জানবেন ততই আপনার জন্য ভালো।ধরে নিলাম আপনি একজন মোবাইল টেকনিশিয়ান আপনার কাছে এমন একটি মোবাইল এসেছে যেটাকে Flash করতে হবে, এরুপ অবস্থায় আপনাকে অবশ্যই জানতে হবে যে মোবাইল টিতে কি ধরনের সিপিউ
ব্যাবহার করা আছে,এবং এতে কি ধরনের ফাইল সাপর্ট করবে, ইত্যাদি। এ সকল বিষয় সম্পর্কে আমি আপনাদের ধারাবাহিক ভাবে এডভান্স লেভেল সম্পর্কে আলোচনা করব এবং ধারাবাহিক ভাবে মোবাইল ফ্ল্যাশ এর ক্ষেত্রে প্রয়োজনিয় উপকরন
আপনাদের মাঝে নিয়ে আসবো ততদিন আপনারা আমাদের সংগে থাকবে বলে আশা রাখি।
Mobile Flash করতে কি কি প্রয়োজন?
এটি একটি গুরুত্বপুর্ণ পার্ট, একটি মোবাইল ফ্ল্যাশ করতে বিভিন্ন যন্ত্রাংশের প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন হার্ডওয়ার ও সফটওয়ার এর সমন্বয়ে একটি মোবাইল ফ্ল্যাশ করা হয়।আজ আমরা ব্যসিক কিছু ডিভাইজ ও সফটওয়ার সম্পর্কে জানব। একটি মোবাইল ফ্ল্যাশ করতে সাধারনত একটি ভালোমানের কম্পিউটার, বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন টুলস ও কিছু USB Drive এর প্রয়োজন।
ডিভাইস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে Miracle Box, Piranha Box, SP Flash Tools,সহ আরো অনেক ডিভাইস। শুধুমাত্র এ সকল ডিভাইস ও সফটওয়ার থাকলেই হবেনা বরং এগুলো ব্যাবহার এর সঠিক নিয়ম জানা থাকাও আবশ্যক,তবে অনেক সময় এ সকল ডিভাইস ছাড়াও মোবাইল flash করা যায় বিভিন্ন crack সফটওয়ার ব্যাবহার করে। তবে এগুলো properly কাজ নাও করতে পারে। আমি আপনাদের বিভিন্ন Tool দিয়ে কিভাবে একটি মোবাইল ফ্ল্যাশ করা যায় সে সম্পর্কে পযাক্রমে ধারাবাহিক আলোচনা করব। এর জন্য বিভিন্ন উপকরণ আমাদের দরকার এর মধ্যে আজ আমরা China Mobile flash সম্পর্কিত উপকরণ সম্পর্কে আলোচনা করব, China Mobile এর জন্য আপনাদের দরকার হবে Miracle box,মোবাইল ডিটেক্ট করার জন্য USB Drive, একটি ভালো মানের ইউ এসবি ক্যাবল।
বন্ধুরা আজ এই পর্যন্ত, আগামি পর্বে আমি আপনাদের আলচ্য সফটওয়ার এর পুর্নাঙ্গ ব্যবহার সম্পর্কে আলোচনা করবো। ততক্ষন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের টিউটরিয়াল সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে যানাবেন, এবং আমাদের Facebook পেজে এক্টিভ থাকার আমন্ত্রন যানিয়ে আজকের পর্ব
এখানেই শেষ করছি।