Mobile network problem solution in Bangla:
![]() |
Network-problem |
বর্তমান সময়ে লক্ষ করলে দেখা যায় যে প্রায় আমাদের হাতে China, Android, Keypad মোবাইলের নেটওয়ার্ক সমস্যা দেখা যায়। আমরা সকলেই এটার সঠিক সমাধান করার চেষ্টা করি। কিন্তু অনেক টেকনিশিয়ান ভাইয়েরা বিভিন্ন ভাবে Repair এর চেষ্টা করে ব্যার্থহয়ে মোবাইল টি কাস্টমারের কাছে ব্যাক দিয়ে থাকি। কিন্তু আমি মনে করি মোবাইল সার্ভিসিং একটি ধৈর্যশীল কাজের ফল। স্টেপ বাই স্টেপ প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করলেই এর সমাধান সম্ভব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মোবাইলের Network যনিত সমস্যা হলে কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
মোবাইলের Network Problem গুলোর ধারণ-
1. মোবাইলে কোন প্রকার নেটওয়ার্ক নেই।
2.তুলনা মুলক কম বা দুর্বল নেটওয়ার্ক সমস্যা।
3.কখনো কখনো নেটওয়ার্ক থাকে আবার কখনো কখনো একদম থাকে না।
4. বাসার মধ্যে নেটওয়ার্ক নেই অথচ বাহিরে নেটওয়ার্ক ফুল।
5. নেটওয়ার্ক ফুল কিন্তু কোথাও কল যাচ্ছেনা।
6.নেটওয়ার্ক ফুল কিন্তু এমার্জেন্সি দেখাচ্ছে।
সমাধান (Solution):
প্রথমত আমাদের জানতে হবে একটি মোবাইলের নেটওয়ার্ক সেকশনে কি কি ধরনের পার্টস থাকে। নিচে আমি আপনাদের ব্যাসিক ভাবে বুঝানোর চেষ্টা করছি-----(1) প্রথমত ব্যাটারীর কানেক্টরের বিএসআই লাইন (2) নেটওয়ার্ক এন্টিনা (3) এনটিনা সুইস (4) একটি ভোল্ট সঞ্চালনের জন্য ক্রাইস্টেল (5). একটি 3.5 ভোল্টের ক্যাপাসিটর (6)একটি PA/PF (7) একটি নেটওয়ার্ক আইসি (8) সিপিউ ও পাওয়ার আইসি
সমাধানের স্টেপ(Tutorial):
![]() |
Connector |
1. মোবাইলের সেটিং অপশন থেকে নেটওয়ার্ক সেটিং এ গিয়ে মেনুয়াল সার্স করতে হবে। যদি তার পরেও সমস্যার সমাধান না হয় তাহলে প্রথমত মাল্টিমিটার এর সাহায্যে মোবাইলের BSI (ব্যাটারী কানেক্টর এর মাঝখানের পিন) লাইনটি চেক করতে হবে। এর পর মোবাইল টি খুলে সর্বপ্রথম ভালোভাবে মাদার্বোড টি পরিস্কার করতে হবে।
![]() | |
Network Jumpering |
2. মাল্টিমিটারের সাহায্যে মোবাইলের নেটওয়ার্ক এন্টিনার যে পয়েন্ট গুলো থাকে তা ভালোভাবে মেপে নিতে হবে। এতে যদি কোন একটি লাইন মিসিং থাকে তাহলে সেটা জাম্পার (Jumper) করতে হবে। ( এন্টিনা লাইন জাম্পার সম্পর্কে জারা জানেনা তাদের জন্য পরবর্তিতে একটি Tutorial দেয়া হবে )।
3. অনেক সময় মেনুয়াল সার্স করার পর টেওয়ার্ক চলে আসে কিন্তু হোম নেটওয়ার্ক টি সিলেক্ট হয়না, সে ক্ষেত্রে আমাদের মোবাইলের PFO / PA রিহট অথবা চেঞ্জ করতে হবে। (বন্ধুরা PFO/PA সম্পর্কে আমরা পরে একদিন আলোচনা করব)
![]() |
Crystal |
5. যদি সমস্যার সমাধান না হয় তবে অ্যান্টেনা স্যুইচটি হিট করুন বা পরিবর্তন করুন। অ্যান্টেনা স্যুইচ না পাওয়া গেলে আপনি Network Jumper করতে পারেন। অথবা অন্য একটি মোবাইল থেকে নিতে পারেন।
6. এর পর নেটওয়ার্ক আইসি টি রিহট,রিবল অথবা চেঞ্জ করতে হবে।
7. এর পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে পাওয়ার আইসি টি রিহট করতে হবে।
8. সর্বশেষ আপনাকে সিপিইউ আইসি টি রিহট করতে হবে।
বি:দ্র: যদি উপরক্ত স্টেপগুলো ফলো করার পরেও সমস্যার সমাধান না হয় তাহলে Flash Tools ব্যবহার করে মোবাইল ফোনে PM ফাইলটি দিয়ে Flash করতে হবে।